ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে আজ বুধবার (১৪ জানুয়ারি) তিনি গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তিনি শোক বইয়ে সই করেন এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বইয়ে সই শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী তার প্রকাশিত একটি বই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন। এ সময় তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com