ঢাকা      শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
শিরোনাম

মধ্যরাতে শ্বশুর বাড়িতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

IMG
22 January 2026, 4:23 AM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে গিয়ে শ্বশুর বাড়ির আতিথেয়তা পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার মধ্যরাতে তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছালে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

এর আগে, বাড়ির রাস্তার স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানান এলাকার লোকজন। আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। মাহফিলে অংশ নেওয়া লোকজনের জন্য ৪৩ হাঁড়ি খাবার রান্না করে খাওয়ানো হয়।

দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। উপস্থিত নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারেক রহমান।

নির্বাচনের প্রচার শুরু করার জন্য বুধবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন তারেক রহমান।

রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এই মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন