নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: শীতের ভোরে নারায়গঞ্জে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। ভোরের এই জনসভায় ১২ মিনিটের মতো বক্তব্য দেন তারেক রহমান।
নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রের কাছে জামায়াতে ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে গিয়ে লাইন দাঁড়াতে হবে, ভোট দিতে হবে ধানের শীষে।
এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে একটি দলের নেতা-কর্মীদের মোবাইল নম্বর ও ভোটার নম্বর সংগ্রহ করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কিছু পরিকল্পনা নারায়ণগঞ্জেও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও খাল খননের মতো পরিকল্পনা তুলে ধরেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই নির্বাচনী জনসভার আয়োজন করে। জনসভায় নারায়গঞ্জের সব আসনে ধানের শীষ ও জোটের শরিক দলের একজন খেজুর গাছ প্রতীকের প্রার্থী উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তারেক রহমান। রাত জাগা হাজারো নেতা-কর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় ‘নারায়গঞ্জের মাটি বিএনপির ঘাঁটি’, ‘ভোট দেব কীসে, ধানের শীষে’, ‘তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগন দেন বিএনপির নেতা-কর্মীরা। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় জনসভা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
নারায়ণগঞ্জের জনসভার মঞ্চে ওঠার পর তার মাথায় একটি লাল রঙের ক্যাপ দেখা যায়। নিরাপত্তার জন্য জনসভায় এমন ক্যাপ পরতে দেখা যায় নেতাদের।
এর আগে, তারেক রহমান নরসিংদী জেলা বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সেখানেও তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
নরসিংদী আসার আগে কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারম্যান। তার আগে রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় বক্তব্য দেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় যোগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তারেক রহমান। তারপর মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভায় বক্তব্য দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সে উপলক্ষে ২২ জানুয়ারি থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রথম দিনেই বিএনপি চেয়ারম্যান সাতটি জেলায় জনসভায় অংশ নিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com