ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল: জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তিন শর্তে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবেন। এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃত উন্নতি হয়নি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব ক'টি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও বলেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবো।
এ সময় জামায়াত আমির উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, আপনারা বেকার ভাতা চান— নাকি কর্মসংস্থান চান? সবাই হাত তুলে কর্মসংস্থান চান বলে সম্মতি দেন।
পরে তিনি ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির বেলালউদ্দিন আহমেদ। এর আগে, পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com