বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়াকে সিটি করপোরেশন ও এই জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দলের টাকায় নয়, জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় এসব করা হবে। তিনি আরও বলেন, আমরা কথা দিয়েছিলাম আমরা চাঁদাবাজি করবো না, আমাদের কোনো নেতা-কর্মী ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজের সঙ্গে জড়িয়ে পড়েনি।
জামায়াত আমির বলেন, সততা যেখানে থাকবে কাজে বরকত হবে। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। তাদের অপমান আমরা সহ্য করবো না। ঘরে-রাস্তায় সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিরাপদে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি কাজ করবেন। ঘরে-বাইরে যাদের মেধা ও যোগ্যতা আছে, সে অনুযায়ী কাজ দেওয়া হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com