ঢাকা      রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
শিরোনাম

চট্টগ্রামে সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা

IMG
25 January 2026, 10:47 AM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: শীত উপেক্ষা করে চট্টগ্রামে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি, আবার কারও হাতে ধানের শীষ। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তাঁর চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

পলোগ্রাউন্ড মাঠের পশ্চিমাংশে মঞ্চের পাশে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। মঞ্চে রয়েছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, ছাত্রদলের নেতা গাজী সিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মাঠে দল বেঁধে ঢুকছেন নেতা-কর্মীরা। তাদের মুখে ‘তারেক জিয়ার ঘাঁটি, চট্টগ্রামের মাটি’সহ নানা স্লোগান।

নগরীর অক্সিজেন মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, নতুন ব্রিজ, অলংকার মোড়সহ বিভিন্ন মোড়ে মোড়েও দেখা গেছে সমাবেশে যাওয়ার জন্য জড়ো হওয়া নেতা-কর্মীদের ভিড়। কেউ হেঁটে, আবার কেউ গাড়িতে করে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সাংবাদিকদের বলেন, সমাবেশ সফল করতে নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আশপাশের উপজেলা থেকে নেতা-কর্মীরা গতকাল রাতে নগরীতে এসেছেন। তাদের আশা, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।

পলোগ্রাউন্ড মাঠ, আশপাশের এলাকা ও নগরীর স্টেডিয়াম এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা রয়েছে। সমাবেশস্থলের আশপাশের যানজট এড়াতে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন