ঢাকা      রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
শিরোনাম

এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা: বিএনপি চেয়ারম্যান

IMG
25 January 2026, 10:06 PM

ফেনী, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়াম্যান তারেক রহমান বলেছেন, ‘এ দেশই আমার প্রথম ও শেষ ঠিকানা। এ দেশ ও মানুষের জন্য আমার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। স্বাভাবিকভাবে দেশের মানুষের কাজ করতে পরিকল্পনা থাকতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই বিএনপির সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। কী সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা।’

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই দাবির কথা জানান। চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে তারেক রহমান এসে পৌঁছান বিকেল ৫টা ৫৫ মিনিটে। সেখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে ওঠেন।

নানা বাড়ির আত্মীয় হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব ক'টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বহু বছর পরে ফেনীতে এসেছি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের সাথে আমার একটা আবেগের সম্পর্ক রয়েছে। আর ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। আমার নানার বাড়ি এখানে। তাই এখানকার মানুষের প্রতি আমার দাবি সবচেয়ে বেশি। সেই দাবি হলো— ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

তারেক রহমান বলেন, ‘১৭ বছর পর, স্বৈরাচারের পতনের পর দেশে এসেছি। কিছু পরিকল্পনা করেছি। নারী সমাজ, গ্রামাঞ্চলের খেটে খাওয়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া। কেউ কেউ বলছে এই সহযোগিতা চলবে কি না। কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে চাই। সার, কীটনাশক ও বীজ সরাসরি পৌঁছে দিতে চাই।’

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও ইপিজেড স্থাপনের ব্যাপারে নোয়াখালীবাসীর দাবির প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘রফিকুল আলম মজনু একটু আগে বললো যে, ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করবো।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এক বছর আগে এই এলাকায় হঠাৎ করে বন্যা হলো। কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি ও আপনারা ভোগান্তিতে পড়েছেন। আমরা ক্ষমতায় গেলে সারাদেশে খাল খনন করতে চাই। একইভাবে সমাজে বহু তরুণ-যুবকের চাকরি-বাকরি, কর্মসংস্থান নাই। কর্মসংস্থান করতে চাই। ফেনী অঞ্চলে ইপিজেড করতে চাই। যাতে ফেনী এলাকার মানুষ চাকরি করতে পারে। আবার যারা প্রবাসে যেতে চান, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা সেখানে বেশি আয় করতে পারবেন। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সহযোগিতা করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।’

তারেক রহমান আরো বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক কথা বলা যায়। তাতে জনগণের লাভ হবে না। জনগণের লাভ হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পেলে। দেশের আইনশৃঙ্খলার উন্নতি হলে। দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন হলে ধীরে ধীরে সমস্যা কমে যাবে। ধানের শীষ নির্বাচিত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

তিনি বক্তব্যের শেষ পর্যায়ে বৃহত্তর নোয়াখালীর ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত প্রতিনিধি ছিল না। আপনাদের কাছে আজ তাদের রেখে গেলাম। ভোট দিয়ে তাদের নির্বাচিত করুন। তাদের কাছে নিজেদের সুখ-দুঃখের কথা বলতে পারবেন। আপনাদের সমস্যা তাদের জানাবেন, তারা সমাধান করতে দায়বদ্ধ থাকবেন।’ ফেনী পাইলট মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে জেলার এই মাঠে তাঁর মা বেগম খালেদা জিয়ার জনসভা হয়েছিল।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন