ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা বেশ কয়েকজন কিশোর ও তরুণকে ডাকসুর শিবির নেতা কর্তৃক কান ধরে ওঠবস করানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর-৬ এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে এক গণসংযোগে তিনি এই ঘটনার সমালোচনা করে বলেন, খেলার মাঠ হবে আনন্দের ও নিছক বিনোদনের জায়গা, কোনো অবস্থাতেই তা শাস্তির ময়দান হতে পারে না।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোরদের কানে ধরিয়ে ওঠবস করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লাঞ্ছনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার রেশ ধরে আমিনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠের মতো একটি জায়গায় শিশুদের সঙ্গে এমন অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনে এমন অপসংস্কৃতি বন্ধ করে একে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে।
জনসংযোগ চলাকালে মিরপুর এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মিরপুরের গ্যাস ও পানির লাইনগুলো পুনর্খনন করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এছাড়া এলাকার প্রতিটি কাঁচা রাস্তা ও ভাঙা গলি সংস্কারের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস দেন তিনি।
তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিং সুযোগ তৈরি করে শিক্ষিত বেকারদের সাবলম্বী করা হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com