ঢাকা      বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে: গাজীপুরে তারেক রহমান

IMG
28 January 2026, 9:56 AM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’ মঙ্গলবার রাতে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে এসে সভাস্থলে উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। রাত ১১টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন দেশ গড়ার পালা। এখন মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় হয়েছে। কাজেই আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাজ করি, পরিশ্রম করি, তবেই ইনশাআল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একসাথে থাকতে হবে। আমাদের সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে মানুষের সমস্যার সমাধান করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে—অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

স্বাধীনতা রক্ষায় গাজীপুরের মানুষের বিরাট অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে আন্দোলন করে মানুষ প্রমাণ করে দেখিয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরাচারকে সরিয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতা রক্ষায় গাজীপুরের মানুষের বিরাট অবদান আছে। কাজেই এই অবদানকে বৃথা যেতে দেওয়া যাবে না।’

তারেক রহমান গাজীপুরবাসীর সমস্যার কথা উল্লেখ করে বলেন, জয়দেবপুরের রেল ক্রসিংয়ে একটা ওভারপাস নির্মাণ করা হবে। সেটি নির্মাণ করলে যানজট দূর হবে। শিল্প কারখানার নারী শ্রমিকরা যাতে তাদের সন্তানদের ডে কেয়ার সেন্টারে রেখে কাজ করতে পারেন, সে ব্যবস্থা চালু করা হবে।

খাল খনন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে বড় বড় কয়েকটি খাল আছে। তার মধ্যে লবণদহ, চিলাই ও তুরাগ খাল দূষণের কারণে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই খালগুলো খনন করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনের পর ইনশাআল্লাহ সেই খাল একসঙ্গে খনন কাজ শুরু করবো।’

শিল্প কারখানার শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি গাজীপুর শুধু শিল্পনগরী না, এটি গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে লক্ষ লক্ষ মা-বোন কাজ করে। ভাইয়েরাও কাজ করে। এই গার্মেন্টস শিল্পকে কে এনেছিল জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান। তিনি এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে এনেছিলেন। তারপর লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মা-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের মেয়েরা স্কুলে ফ্রি শিক্ষা পায়—প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটাও চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে, সেটা বিএনপিই একমাত্র করেছে। আমার অনেকগুলো পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হচ্ছে গার্মেন্টসের মতো আরও শিল্প নিয়ে আসা। যেখানে আরও মা-বোনদের কর্মসংস্থান হবে। তরুণ ভাই-বোনরা সেখানে কাজ করবেন। সেখান থেকে নতুন পণ্য রপ্তানি হবে।’


বাংলাদেশ গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

মঙ্গলবার রাতে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে এসে সভাস্থলে উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১১টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন দেশ গড়ার পালা। এখন মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় হয়েছে। কাজেই আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাজ করি, পরিশ্রম করি, তবেই ইনশা আল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলে সক্ষম হব।



বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদের সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে মানুষের সমস্যার সমাধান করতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে—অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

স্বাধীনতা রক্ষায় গাজীপুরে মানুষের বিরাট অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে আন্দোলন করে মানুষ প্রমাণ করে দেখিয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরাচারকে সরিয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতা রক্ষায় গাজীপুরে মানুষের বিরাট অবদান আছে। কাজেই এই অবদানকে বৃথা যেতে দেওয়া যাবে না।’



Advertisement
নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার চালু হবে
তারেক রহমান গাজীপুরবাসীর সমস্যার কথা উল্লেখ করে বলেন, জয়দেবপুরের রেলক্রসিংয়ে একটা ওভারপাস নির্মাণ করা হবে। সেটি নির্মাণ করলে যানজট দূর হবে। শিল্পকারখানার নারী শ্রমিকেরা যাতে তাঁদের সন্তানদের ডে কেয়ার সেন্টারে রেখে কাজ করতে পারেন, সে ব্যবস্থা চালু করা হবে।

খাল খননের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এখানে বড় বড় কয়েকটি খাল আছে। তার মধ্যে লবণদহ, চিলাই ও তুরাগ খাল দূষণের কারণে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই খালগুলো খনন করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনের পর ইনশা আল্লাহ সেই খাল একসঙ্গে খনন কাজ শুরু করব।’

গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে মঙ্গলবার রাতে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক

নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘লক্ষ লক্ষ মা-বোনদের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি। যে মায়েরা খেটে খায়, কষ্ট করে, পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা দলমত–নির্বিশেষে একটি করে ফ্যামিলি কার্ড দেবো। সেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মায়ের কাছে সরকারের কাছ থেকে সহযোগিতা পৌঁছে যাবে। কৃষক ভাইদের আমরা সহযোগিতা করতে চাই। এ জন্য কৃষক কার্ড তৈরি করেছি। সেই কার্ডের মধ্যে আমরা কৃষকদের সহযোগিতা পৌঁছে দেবো।’

অতীতের স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের আগে এই মাঠে (ভাওয়াল রাজবাড়ী মাঠ) আমি অনেক খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। রাজবাড়ীর পাশে লাল দুটো বাংলো ছিল। সেই বাংলোতে আমরা পরিবারের সবাই থাকতাম। আমার ছোটবেলা গাজীপুরের এই জায়গায় কেটেছে। এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, খেলেছি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমার দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম, গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম, গাজীপুর-৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনের প্রার্থী ফজলুল হক মিলন জনসভায় আরও বক্তব্য রাখেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন