ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুনাগরিক হতে হবে: খাদ্যমন্ত্রী

IMG
28 October 2023, 5:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল:স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুনাগরিক হতে হবে, সুনাগরিকের মূল জায়গাটাই হলো শিক্ষা ব্যবস্থা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বলেন, সর্বপ্রথম আমাদের স্মার্ট শিক্ষার দরকার এবং স্মার্ট নাগরিকের কথা চিন্তা করতে হলে অবশ্যই স্মার্ট শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। শিক্ষক বলতে আমি গুরুজন বলেই মনে করি, শিক্ষার কথা যদি চিন্তা করি তাহলে প্রথমেই ছাত্র-ছাত্রীদের সেই আদর্শেই তৈরি করতে হবে।

শনিবার নওগাঁর সাপাহারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, প্রফেসর মাহবুবুর রহমান শাহ পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, কলেজের অধ্যক্ষ আবু এরফান প্রমুখ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন