ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ত্রাণ মন্ত্রণালয় আরো স্বচ্ছ,দক্ষ ও প্রশংসনীয় মন্ত্রণালয় হবে: মহিববুর রহমান

IMG
17 January 2024, 6:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্টের অবদান অনস্বীকার্য উল্লেখ করে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ । তাই সার্বক্ষণিক ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,ভূমিকম্পের মাত্রা বিবেচনায় নিয়ে নতুন ভবন ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে হবে । ভূমিকম্প পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। দেশের যেকোন জরুরী পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্টের জন্য সরকারের সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্‌হাব (অব.)এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা সহ সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, এ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, ও সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী প্রাথমিক উদ্ধার কাজ আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করা হবে। এছাড়া অধিদপ্তরের এইচবিবি প্রকল্পের ইটের রাস্তা পরিবর্তে কংক্রিটের সড়ক নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে আরো আলোচনা ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে । সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই মন্ত্রণালয়ের গ্রামীন সড়কের ১৫ মিটার দৈর্ঘ্য সেতু আরো বড় করা যায় কিনা সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরো স্বচ্ছ, দক্ষ ও প্রশংসনীয় মন্ত্রণালয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এর আগে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন