ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

IMG
08 February 2024, 12:20 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। সৌদি সরকারের আমন্ত্রণে গত ৫ ফেব্রুয়ারি সৌদি আরব যান স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড ডিফেন্স শো অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও তৎপর হওয়া এবং তারা যেন সঠিক সময়ে পাসপোর্টসহ অন্যান্য সেবা সহজে পান, সে ব্যাপারে আরও সচেতন হওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দেন আসাদুজ্জামান খান কামাল।

পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন ও মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন