ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

‘বেকার হোস্টেল’ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

IMG
08 March 2024, 6:36 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (৮ মার্চ) ভারতের কলকাতায় বেকার হোস্টেলের ‘বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ’-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন প্রধান বিচারপতি। এ সময় ওবায়দুল হাসানের সঙ্গে হাইকোর্ট বিভাগের বিচারপতি হাবিবুর গণি এবং বিচারপতি রুহুল কুদ্দুস ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইসলামিয়া কলেজ (বর্তমানে মৌলানা আজাদ কলেজ)-এর শিক্ষার্থী ছিলেন। সেসময় তিনি বেকার হোস্টেলের তৃতীয় তলায় উত্তর-পশ্চিম কর্নারের ২৪ নম্বর কক্ষে থাকতেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৯৯৮ সালে এই হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ।

৮ থেকে ১০ মার্চ পর্যন্ত তৃতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে যোগ দিতে বর্তমানে কলকাতা সফর করছেন প্রধান বিচারপতি। কলকাতা ও বোম্বে হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জির আমন্ত্রণে বাংলা ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে এই সম্মেলন হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন