ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

IMG
23 March 2024, 1:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, এখনও তার কোনো প্রমাণ মেলেনি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনুমোদনবিহীন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় চাঁদাবাজি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। চাঁদাবাজি দেখলেই পুলিশকে অ্যাকশন নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। সড়ক-মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন