ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নারায়ণগঞ্জে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করলেন ভুটানের রাজা

IMG
27 March 2024, 4:58 PM

নারায়ণগ‌ঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন) পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার সকাল ১১টার দিকে তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এসময় বাংলাদেশে এই অঞ্চলের ভূমিকা ও বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ইকোনমিক জোন পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর গুরুত্ব অনেক হিসেবে মূল্যায়ন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে আগামীকাল বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন