ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মেট্রোরেলে রাতেও যাত্রীর চাপ

IMG
27 March 2024, 10:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষের কথা চিন্তা করে আজ থেকে মেট্রোরেলের সময় রাতে এক ঘণ্টা বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বুধবার (২৭ মার্চ) রাত ৯টার পর সরেজমিন ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অনেকেই এমআরটি পাসে রিচার্জ করছেন, কিনছেন সিঙ্গেল টিকিট।

কথা হয় বেসরকারি কোম্পানিতে চাকরি করা এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘মেট্রোরেল চলাচলে এক ঘণ্টা সময় বাড়ানোয় অনেকেই এখন কাজ শেষ করে দ্রুত বাসায় যেতে পারবেন। এটা আরও বাড়ানো উচিত। রাস্তায় অনেক জ্যাম থাকে, রাত ১১টা অব্দি চালু করলে মানুষ জ্যাম থেকে অনেকটাই রক্ষা পাবে।’

কথা হয় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘মেট্রোরেলের সময় বাড়ানোয় খুব ভালো লাগছে। আগে অনেক তাড়াহুড়ো করে মেট্রো স্টেশনে আসতে হতো। আজ অনেক সহজেই স্টেশনে এসে পৌঁছেছি। তবে এই সময়েও স্টেশনে এতো মানুষ থাকবে ভাবি নাই। প্রথম দিনেই মানুষের ভিড়। এটা যেহেতু জনসাধারণের জন্য, তাই এর সময় আরও বাড়ানো উচিত।’

ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারওয়ান বাজার স্টেশনের বিপণন কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রথম দিনেই যাত্রীদের বেশ ভালো সাড়া পাচ্ছি। সময় বাড়াতে যাত্রীরাও বেশ খুশি। এখন যে কোনো যাত্রী প্রায় রাত ১০টা পর্যন্ত মেট্রোতে যাতায়াত করতে পারবেন।’

এক ঘণ্টা সময় বাড়াতে কয়টা থেকে কয়টা অব্দি ট্রেন চলাচল করবে জিজ্ঞেস করলে তিনি বলেন, সিঙ্গেল এন্ট্রি যাত্রীরা এখন রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো স্টেশনে এসে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর যাদের এমআরটি পাস আছে, তারা এই রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত যাতায়াত করতে পারবেন। যেহেতু মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে সবশেষ ট্রেনটি ছেড়ে আসবে।

উত্তরা থেকে কয়টায় সবশেষ ট্রেন ছাড়বে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘উত্তরা থেকে রাত ৯টায় সবশেষ ট্রেনটি ছেড়ে আসবে। সে ক্ষেত্রে যাদের এমআরটি পাস আছে, তারা রাত ৯টার মধ্যে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করতে পারবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন