ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পঞ্চগড়ে বাজারে ঢুকেই অনিয়ম পেলেন ভোক্তার ডিজি

IMG
29 March 2024, 4:36 PM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: ভোক্তাদের চাহিদা নিশ্চিত করতে দেশের অন্যান্য অঞ্চলের মতো পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। আর এই বাজার তদারকি অভিযানে বাজারে ঢুকেই অনিয়ম পেলেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় শহরের ফার্মেসির দোকান, কাঁচা বাজার, ডিম-মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অনেক ব্যবসায়ী তাদের ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। ফার্মেসিতেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি অনেকে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণও পান ভোক্তার মহাপরিচালক। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেন তিনি। একই সঙ্গে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন একটি দু’টি জায়গায় রমজানের শুরুতে বেগুনের কেজি ১০০ টাকা হয়ে যায়। তখন ওই নিউজটা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এক জায়গায় যদি ১০০ টাকা দরে বিক্রি হয়, অন্য জায়গায় যদি ৫০ টাকা দরে বিক্রি হয়; সেটিও আপনারা তুলে ধরুন। যখন বেশি দরের নিউজ প্রকাশ হয়, তখন যেসব পণ্য কম দাম রয়েছে; সেগুলোও দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই কম দরে জিনিসপত্র বিক্রির নিউজও তুলে ধরার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ভোজ্য তেল খোলা ড্রামে যেভাবে বিক্রি হয়, আর তার যে পরিবেশ; এটি কোনোভাবে কাম্য নয়। এ তেল নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে, একই সঙ্গে তেলে ভিটামিন-এ নেই। আমরা বিভিন্ন জেলা থেকে এ তেলের নমুনা সংগ্রহ করেছি, সব তেলেই দেখা গেছে ভিটামিন-এ নেই। আর এই গরমের দিনে পাম তেল সয়াবিন তেল বলে বিক্রি করছে, ১৫ থেকে ১৬ টাকা কম-বেশি। এটির কোনো মেয়াদ না থাকার পাশাপাশি বোঝার কোনো উপায় থাকছে না আদৌ কি এটা সায়াবিন তেল?। তাই বাজারের এই অবস্থা দূর করা এবং ভোক্তা হিসেবে সকলকে একত্রিত হয়ে বাজার ব্যবস্থা ঠিক করতে সবার সহায়তা কামনা করেন এ. এইচ. এম. সফিকুজ্জামান।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) ফকির মো. মনোয়ার হোসেন, উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা, রংপুর বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকির হোসেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও কার্যালয়ের পরিচাপলক শেখ সাদি, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ এ সময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন