ঢাকা      বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আঞ্চলিক ক্রিকেট সংস্থার লাগাম হাতছাড়া করবে না বিসিবি

IMG
31 March 2024, 11:06 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘদিন ধরেই বিসিবির আলোচনায় ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা। অনেক দিনের অপেক্ষার পর কিছুটা হলেও আলোর মুখ দেখেছে সংস্থাটি। বরিশাল ব্যতীত সবগুলো জেলাতেই অ্যাডহক কমিটি তৈরি করেছে বিসিবি। সাধারণত স্বাধীনভাবেই কাজ করার কথা আঞ্চলিক ক্রিকেট সংস্থার। তবে এখনই তাদের হাতে লাগাম ছাড়তে রাজি নয় বিসিবি। রোববার (৩১ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানেই উঠে আসে আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিষয়টি।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কড়াভাবে জানিয়ে দিয়েছেন, 'আঞ্চলিক ক্রিকেট সংস্থা কেন্দ্রের (বিসিবির) হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনারা ভুল বুঝছেন, একদম ঠিক আমি বলে দিচ্ছি। এটা হবে না। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হবো যে, তারা স্বাধীনভাবে চালাতে পারবে, ততদিন না।'

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিজেদের জেলায় ক্রিকেট সংস্থা বানাবে। এদের ভোটেই নির্বাচিত হবে বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিবির মতো তাদেরও আলাদা আলাদা উইং থাকবে। ঢাকায় বসে যেভাবে বিসিবি পুরো দেশ নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই বিভাগে বসে পুরো জেলার ক্রিকেট নিয়ন্ত্রণ করবে বিভাগীয় ক্রিকেট সংস্থা। জেলা ক্রিকেট সংস্থাগুলো বিভাগীয় অ্যাসোসিয়েশনের কাছে জবাবদিহি করবে।

তিনি আরও বলেন, বিভাগীয় অ্যাসোসিয়েশন জবাবদিহি করবে মূল বোর্ডের কাছে। পৃথিবীর সব দেশে এভাবে ক্রিকেট চললেও বাংলাদেশে চলছে উল্টো পথে। অথচ বাংলাদেশের ক্রিকেট পরবর্তী ধাপে নেওয়ার পাশাপাশি স্মার্ট করতে চাইলে ক্রিকেট সিস্টেমকে বিকেন্দ্রীয়করণের বিকল্প নেই।

২০২২ সালে সবশেষ বিসিবির এজিএম হয়েছিল । এর আগের এজিএমে (২০২১) আসে আঞ্চলিক ক্রিকেট সংস্থার ঘোষণা। যার দৃশ্যমান হয়নি কোন কিছুই। এবারের এজিএমে অ্যাডহক কমিটিকে নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। আলাদা আলাদা ক্রিকেট সংস্থা হলেও বিসিবি-ই দেবে দিক নির্দেশনা।

এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, প্রথম কাজ ওদের দিয়েছি একটা টুর্নামেন্ট চালু করতে। টেস্ট কেস হিসেবে দেখার জন্য। এই টুর্নামেন্ট চালাবে তারা, যে কয়েকটা কমিটি করা হয়েছে। ২০ লাখ টাকা তাদের দেওয়া হবে। প্রথমে টেস্ট কেস হিসেবে দেওয়া হবে, কে কীভাবে পারফর্ম করছে।

তিনি আরও বলেন, যারা এটি চালাবে, আগে তাদের সক্ষমতা দেখতে হবে আমাদের। না দেখে দিচ্ছি না। ব্লাইন্ডলি দিয়ে দেবো না। আপনি যদি এখনি ঢালাওভাবে বলে দেন তারা স্বাধীন, যা খুশি তা করতে পারবে, তা না। আমরা আগে বুঝে নেই, দেখে নেই, তারপর ঠিক করবো।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন