ঢাকা      বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে ঈদ

IMG
10 April 2024, 11:58 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়াতেও মানুষ মেতেছেন ঈদ আনন্দে। তবে ইসরাইলি আগ্রাসনের ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ এসেছে ফিলিস্তিনে।

ইসরাইলি বাহিনীর নির্মমতায় পুরো গাজাই যেনো ধ্বংসস্তুপ। ছয় মাসে ৩৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যারা এখনও বেঁচে আছেন, রোজায় সেহেরি আর ইফতারে খাওয়ার মতো ভালো কিছুই পাননি। এমন বাস্তবতার মাঝেই এসেছে ঈদ।

হামলা বন্ধ বা যুদ্ধবিরতির লক্ষণও দেখা যাচ্ছে না। ইসরাইলি সেনাদের অত্যাচারে আতঙ্কে ঈদের দিন কাটবে গাজাবাসীর। গাজার এক বাসিন্দা বলেন, ‘ঈদ নেই এখানে। কেনার মতো কিছুই নেই। আর কিছু পেলেও সামর্থ্য নেই। ইসরাইলি বাহিনীর আগ্রাসনের আগে, আমরা ঈদের জন্য মিষ্টি, জামাকাপড় কিনতাম। সব ধরনের প্রস্তুতি নিতাম। এখন তাঁবুতে থাকি, নিজের বাড়িঘর নেই। খুব খারাপ অবস্থায় আছি।’

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও ঈদ উদযাপন করছে আজ। ঈদ উপলক্ষে জমজমাট আয়োজনে ব্যস্ত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন