ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাভারে নারী উদ্যোক্তাদের উদ্যোগে টেকসই উন্নয়ন সেমিনার ও মেলা (ভিডিও)

IMG
22 April 2024, 2:14 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো টেকসই উন্নয়ন লক্ষে সেমিনার ও মেলা। দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ডি ই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। এসময় সেমিনারে কর্মচুত নারী শ্রমিকদের বাজার ভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনে অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোগক্তাদের সংগঠন ওমেন এন্ট্রাপ্রিনিওয়ার নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড) ও আই ডি ই এ সেমিনার ও মেলার আয়োজন করেন। এতে কয়েক’শ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসময় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরণের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করেন। এতে তৃতীয় লিঙ্গের অনেক নারীরাও অংশগ্রহণ করেন।

এসময় সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েন্ড-এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, বিশিষ্ট নারী উদ্যোক্তা ওলিজা মনোয়ারসহ সরকারী ও বেসরকারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন