ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে: প্রিয়াঙ্কা

IMG
24 April 2024, 6:36 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি মন্তব্য করেছিলেন। কংগ্রেসের ইশতেহার নিয়ে সেই মন্তব্যে মোদি অভিযোগ তোলেন, কংগ্রেসের মুসলিম তোষণ নিয়ে। এরপর সেই মন্তব্য ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তাদের ইশতেহার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। এদিকে, রাজস্থানের সভায় মোদির ওই মন্তব্যে উঠে আসে মঙ্গল সূত্র প্রসঙ্গ। যা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মোদির বিরুদ্ধে কার্যত ফুঁসে উঠলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, '৭০ বছর এই দেশ স্বাধীন। ৫৫ বছর দেশে কংগ্রেসের শাসন চলেছে। কখনও কি আপনাদের মঙ্গল সূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে? আমার দাদি ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সোনা দান করেছিলেন, আমার মায়ের মঙ্গল সূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে।' এরপরই প্রিয়াঙ্কা বলেন, ‘যদি মোদীজি মঙ্গল সূত্রের গুরুত্ব বুঝতেন , তাহলে একথা বলতেন না। যখন নোট বাতিল হয়েছে, তখন উনি মহিলাদের সঞ্চয় কেড়ে নিয়ে গিয়েছিলেন। কৃষক আন্দোলনের সময় যখন ৬০০ কৃষক নিজের জীবন দান করেছেন, মোদীজি ভেবেছেন তাঁদের বিধবাদের মঙ্গল সূত্রের কথা? মণিপুরে যখন একজন মহিলাকে নগ্ন অবস্থায় প্যারেড করানো হয়, তখন মোদীজি ছিলেন নীরব। তাঁর মঙ্গল সূত্র নিয় তিনি ভেবেছেন? আজ ভোটের জন্য তিনি এসব বলছেন, ভয় দেখাচ্ছেন মহিলাদের, যাতে তাঁরা ভোট দেন।’

এদিকে, রাজস্থানে নরেন্দ্র মোদির ওই ভাষণ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধীরা। এর আগে রাজস্থানের ভাষণে মোদি বলেছিলেন, ‘কংগ্রস ও তার সঙ্গীদের নজর রয়েছে আপনাদের রোজগার আর সম্পত্তিতে, কংগ্রেসের রাজপুত্র বলেছেন, তাঁদের সরকার আসলে তাঁরা খুজে বের করবেন আপনাদের কী রয়েছে, তদন্ত হবে, আপনাদের সব সম্পত্তি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে আর তা বিলিয়ে দেওয়া হবে।’ মোদি দাবি করেছিলেন এই বার্তা রয়েছে কংগ্রেসের ইশতেহারে।

ইতিমধ্যে নরেন্দ্র মোদির এই মন্তব্য নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। রাহুলদের বক্তব্য, বিজেপি ‘রাহুল গান্ধীর সমাজের ন্যায্য বিকাশ মন্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বেতনভোগী ও মধ্যবিত্তের মধ্যে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন