ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইকে হারালো কলকাতা

IMG
04 May 2024, 7:44 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে ট্রেন্ড বদলালো। ওয়াংখেড়েতে ঘুরলো চাকা। ১২ বছর পর মুম্বাইয়ের মাঠে রোহিত শর্মাদের হারালো কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলের পর ওয়াংখেড়েতে জিততে পারেনি নাইটরা। শুক্রবার ভাগ্যের চাকা ঘুরলো। যদিও ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটিং ম্যাচে ফেরায় কেকেআরকে। শেষটা করলেন মিচেল স্টার্ক।

প্রথমবার বেগুনি জার্সিতে দলকে জেতালেন। অল্প রান করেও অজি তারকার দাপটে ২৪ রানে জিতলো কেকেআর। ৩৩ রানে ৪ উইকেট নেন স্টার্ক। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে নাইট শিবির। পরপর জোড়া জয় কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার পর হার্দিকদের ডেরায় মুম্বাইকে হারালো নাইটরা। শুরুতে জয়ের হ্যাটট্রিকের পর ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারেনি কেকেআর।

শেষমেষ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো শ্রেয়স আইয়ারের দল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো কেকেআর। প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নাইটরা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে শেষ মুম্বাইয়ের ইনিংস। এদিনের হারে প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হার্দিক পাণ্ডিয়াদের।

টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটে ম্যাচে ফেরে নাইটরা। ওয়াংখেড়ে পয়া মাঠ ভেঙ্কটেশের।‌ আগের বছর এখানে শতরান করেছিলেন। এদিন দলকে ম্যাচে ফেরালেন। ৫২ বলে ৭০ রান করেন ভেঙ্কটেশ। ইনিংসে ছিল ৩টি ছয়, ৬টি চার। অন্যদিকে ২টি চার এবং ছয়ের সাহায্যে ৩১ বলে ৪২ করেন ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে। এই দু"জন ছাড়া বাকিরা ব্যর্থ। ভরাডুবি বলা চলে। দুই অক্ষরের রানেও পৌঁছতে পারেনি। ৫৭ রানে ৫ উইকেট হারায় কেকেআর। ষষ্ঠ উইকেটে ৮৩ রান পার্টনারশিপ ভেঙ্কটেশ-মনীশের। ম্যাচের সেরাও বাঁ হাতি ব্যাটার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর।

জবাবে ব্যাটিং বিপর্যয় মুম্বাইয়েরও। রান পাননি ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। একমাত্র সফল সূর্যকুমার যাদব। নাইটদের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান তুলে নেন। চলতি আইপিএলে তাঁর তৃতীয়। ৩৫ বলে ৫৬ রানে সূর্য আউট হতেই মুম্বাইয়ের অর্ধেক আশা শেষ। টিমটিম করে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন টিম ডেভিড। কিন্তু ২৪ রানে তিনি ফিরতেই স্বপ্নভঙ্গ। নিজের শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে নাইটদের জয় নিশ্চিত করেন স্টার্ক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন