ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

একদিন আগে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

IMG
07 May 2024, 11:54 AM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় সোমবার (৬ মে) রাতে নির্বাচন স্থগিত করা হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১০টায় নির্বাচন পরিচালক- ২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। ভোট স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছেন তিনি।

ওই নির্দেশনায় বলা হয়, ৮ মে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম তার মনোনয়ন পত্রটি বৈধ করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরে হাইকোর্ট তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করে ২৫ এপ্রিল তাকে প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ইসি।

আপিলে তার মনোনয়ন পত্রটির বিষয়ে সোমবার (৬ মে) নো অর্ডার প্রদান করেন আপিল বিভাগ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করা হলো।

এ বিষয়ে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম একজন ইউপি সদস্য। তিনি তার পদ থেকে পদত্যাগ না করে স্বপদে বহাল থেকে মনোনয়ন পত্র দাখিল করেন। ফলে যাচাই-বাছাইয়ের দিন গত ১৫ এপ্রিল তার মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অবশ্যই পদ থেকে পদত্যাগ করে তারপর নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। কিন্তু পদত্যাগ না করেই মনোনয়নপত্র দাখিল করায় তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সময়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনের দিনক্ষণ নতুন করে ঠিক করা হবে। প্রথম প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোটগ্রহণ হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন