ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি

IMG
06 May 2024, 9:41 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কয়েক সপ্তাহ ধরে চলেছে তীব্র তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮। গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। প্রাণীকুলেও নেমে আসে অস্বস্তি। তীব্র গরমে বাইরে বের হওয়াই দায় হয়ে পড়ছিল। এ অবস্থা থেকে একটু স্বস্তি পেতে বৃষ্টির আকুতি ছিল মানুষের। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (৬ মে) দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা
টানা এক মাসেরও বেশি মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর অবশেষে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। তীব্র গরমের পর বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। বিকেল ৩টা ৩৭ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২৪ মিলিমিটার।

অনেক দিন পর বৃষ্টি হওয়ায় অনেককেই ভিজতে দেখা গেছে। কেউ সড়কে আবার কেউ বাড়ির ছাদে ভিজেছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী ১২ মে পর্যন্ত জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যশোর
যশোরে প্রায় একমাস টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার বিকেলে সামান্য পরিমাণ বৃষ্টি হয়। তবে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত প্রায় এক মাস ধরেই যশোরে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এরমধ্যে গত প্রায় ১০ দিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করেছে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে (৩০ এপ্রিল) যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

যশোর শহরের দড়াটানায় কথা হয় কলেজশিক্ষার্থী তাহমিদের সঙ্গে। তিনি বলেন, তীব্র গরমের মধ্যে কয়েকদিন ধরে পরীক্ষা চলছে। তবে আজ সারাদিন রোদ ও আকাশে মেঘ ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে।

শহরের রিকশাচালক শফিয়ার রহমান বলেন, অনেকদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। তীব্র গরমের পর অল্প বৃষ্টি হলেও সবাই স্বস্তি পেয়েছেন।

আরেক রিকশাচালক আব্দুল আজিজ বলেন, ‘এই কদিনে যে গরম পড়েছে, রিকশার প্যাডেল ঘুরালে মনে হয় জানটা বেরিয়ে যাবে। আজ স্বস্তির বৃষ্টি হচ্ছে। কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না।’

ভোলা
তীব্র তাপপ্রবাহের পর বিকেল সোয়া ৩টার দিকে ভোলা সদর উপজেলায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বয়ে যায় হালকা বাতাস।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলায় ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও তিনদিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমবে।

ফরিদপুর
বিকেল ৩টার দিকে বৃষ্টির দেখা মেলে ফরিদপুরে। শহরের বাসিন্দা কামরুজ্জামান হীরা জাগো নিউজকে বলেন, কয়েকমাস পর বৃষ্টি হলো। পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। মানুষ ও পশুপাখির মধ্যে স্বস্তি ফিরেছে।

সালথার বাসিন্দা ইকবাল মাহমুদ ইমন বলেন, প্রচণ্ড রোদ আর গরমে ঘরে-বাইরে কোথাও যেন শান্তি পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে কষ্ট পাচ্ছিলেন সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হওয়ায় স্বস্তি ফিরেছেন ফরিদপুরের জনজীবনে।

ফরিদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সেলিম রেজা জাগো নিউজকে বলেন, বিকেলে ফরিদপুর সদরসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝিনাইদহ
ঝিনাইদহেও নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেল সাড়ে ৪টা থেকে বৃষ্টি শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। বৃষ্টিতে তাপমাত্রার সঙ্গে কমেছে গরমও।

উমাইয়া উর্মি নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষা দিতে মহিলা কলেজে এসেছিলাম। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছি।’

কৃষক আলী হোসেন বলেন, ‘মাঠে এখনো অনেক কৃষকের ফসল রয়েছে। তারা এখনো ধান কেটে ঘরে তুলতে পারেননি। তারপরও শুধু বৃষ্টি হলে সমস্যা নেই। বৃষ্টির সঙ্গে যদি ঝড় বা শিলা পড়ে, তাহলে শেষ মুহূর্তে এসে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে।’

শহরের কাপড় ব্যবসায়ী আব্দুল হক জাগো নিউজকে বলেন, লম্বা সময় তাপপ্রবাহের পর বৃষ্টিতে জীবনে আবার স্বস্তি ফিরে এসেছে।

পটুয়াখালী
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ পুরো এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মানুষ। কুয়াকাটায় আগত পর্যটকদের মধ্যেও বিরাজ করছে স্বস্তির আমেজ। বিকেল ৩টা থেকে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। তবে সাড়ে ৫টার দিকে বাতাসের তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই সব নৌযানকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

বরিশাল থেকে আগত মো. জিন্নাহ বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে গোসল করেছি। বেশ উপভোগ করলাম। গ্রীষ্মে বর্ষাকালের সৌন্দর্য পেলাম।’

খুলনা
কয়েক সপ্তাহ তীব্র তাপপ্রবাহে পুড়েছে খুলনা। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। তবে সব অস্বস্তি এক নিমেষে দূর হয়েছে সন্ধ্যার তীব্র বর্ষণে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি।

বরিশাল
প্রায় এক মাসের টানা তাপপ্রবাহের পর বরিশালে স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

রিকশাচালক আবদুল মজিদ বলেন, একমাস বৃষ্টি নেই। এরমধ্যে প্রচণ্ড গরমে মরি মরি অবস্থা। এখন বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি লাগছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রবণ কুমার রায় জাগো নিউজকে বলেন, বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫-৩৬ কিলোমিটার।বৃষ্টিপাত আরও ৪-৫ দিন থাকতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা বেড়ে ১৫-২০ তারিখের দিকে নিম্নচাপ হতে পারে।

তিনি আরও বলেন, মে মাসজুড়ে বেশ তাপমাত্রা থাকলেও তা তীব্র হবে না। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবহাওয়া উত্তপ্ত হতে পারে। বর্তমানে তাপমাত্রা ৩৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

ঝালকাঠি
বিকেল ৫টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৫টার দিকে বৃষ্টি রূপ নেয় মাঝারি আকারে। সন্ধ্যায় শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পরপরই মানুষের মধ্যে প্রশান্তি দেখা দিয়েছে। অনেকেই নিজ নিজ বাড়ির ছাদে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন।

রিয়াজ নামের শহরের এক বাসিন্দা বলেন, আজ দুপুর পর্যন্ত বেশ গরম অনুভূত হয়েছে। ঘণ্টা পার না হতেই যেন সবকিছু পাল্টে গেলো। মাঝারি আকারের বৃষ্টি ও হালকা বাতাসে মনটা ভরে গেলো।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাতেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ও হতে পারে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন