ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

ড্রাম ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

IMG
01 May 2024, 3:02 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিয়) সন্ধ্যায় ধনবাড়ীর পরশ ইটভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ড্রাম ট্রাক-ব্যাটারি চালিত আটোরিকশার মুখোমুখি সংর্ঘষে আটো চলাকসহ অটো যাত্রী নিহত হয়। আহত হয় অটোরিকশাতে থাকা অপরযাত্রী।

নিহতরা হলেন- অটো চালক বাবলু হোসেন (৪০)। তিনি উপজেলার বলিভদ্র ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত দোলোয়ার হোসেনের ছেলে, অটো যাত্রী স্বপ্না বেগম (৩২) বলিভদ্র গ্রামের প্রবাসী আজিজুল হকের স্ত্রী ও গুরুতর আহত স্বপন মিয়া (২১) নিহত স্বপনা বেগমের ভাই।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর থেকে সন্ধ্যায় অটোরিকশাটিতে তিন যাত্রী ধনবাড়ী যাচ্ছিল। অটোরিকশাটি ওই মহাসড়কের জামতলী বাসস্ট্যান্ডে পরশ ইট ভাটার সামনে আসলে চলন্ত ড্রাক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। অটোরিকশা দুমড়ে-মুচড়ে যেয়ে ঘটনা স্থলেই মারা যায় চালক বাবলু হোসেন ও স্বপ্না বেগম। স্বপন মিয়াকে দ্রæত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আরী জানান, ‘নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক।’

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন