ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

শ্যামা কাব্যের মহরত অনুষ্ঠান উপভোগ করলেন স্পিকার

IMG
01 May 2024, 4:11 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন। মহরত অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা এবং স্পিকারের স্পাউজ ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

উল্লেখ্য, সাইকোলজিক্যাল থ্রিলার ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।

মহরত অনুষ্ঠানে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা এবং সোহেল মন্ডলসহ ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, শুভাশিষ ভৌমিক, সাজু খাদেমসহ শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন