শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে ডিবি পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা তুরাগ এলাকা থেকে ডিবি পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটি ছায়া তদন্ত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর অংশ হিসেবে রাতে নয়জনকে আটক করা হয় । এসময় ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক ও হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক নয় ডাকাত হলেন: শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ইদ্রিস, আফজাল হোসেন উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরহাদ হোসেন। এর মধ্যে শহিদুল ডাকাত সরদার। তাদের নামে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান। সাত দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। ডাকাতি হওয়া আরো ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি অভিযান চালাচ্ছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com