ঢাকা      মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

৪-৫ জন উপদেষ্টা বিশেষ দলের স্বার্থে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন: ডা. তাহের

IMG
14 October 2025, 2:53 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারের চার-পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনের সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ আবু মোহাম্মদ তাহের। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

ডা. তাহের বলেন, নির্দলীয় সরকার হয়েও প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা চলছে। কোনো কোনো দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেনতেনভাবে নির্বাচনের পাঁয়তারা করছে। দলীয়করণের এক মহাষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, কোনো একটি দলের লোকদের পুলিশ প্রশাসনে বসিয়ে নীলনকশা অনুযায়ী নির্বাচনের ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা কোনো হুঁশিয়ারি দিতে চাই না, বরং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনে চলমান ষড়যন্ত্র বন্ধ করুন। নিরপেক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিন।

জামায়াতের এই নায়েবে আমির অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা এই ষড়যন্ত্রে জড়িত। তবে জনগণের স্বার্থে তাদের নাম প্রকাশ করা থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ও নির্বাচন এক বিষয় নয়। নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। এটা সব দলেরই দাবি। গণভোট আগে হলে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটি পরীক্ষা হবে।

দলীয় নেতাকর্মীদের অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপকর্মে একটি দলের নেতাকর্মীরা এমন আচরণ করছেন যে, তারা ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার অপব্যবহার করছেন।

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি দমন এবং কৃষকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ডা. তাহের বলেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির সব ফাঁকফোকর বন্ধ করা হবে। কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন