ঢাকা      বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
শিরোনাম

চাকসু নির্বাচন শেষ, চলছে ভোট গণনার প্রস্তুতি

IMG
15 October 2025, 8:21 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। এরপর কেন্দ্র থেকে ব্যালটগুলো ডিন অফিসে নেওয়া হচ্ছে। সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনির উদ্দিন জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল চারটায় ভোট শেষ হয়েছে। এখন ব্যালটগুলো পৃথক করে গণনার প্রস্তুতি চলছে।

দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও তাদের সমর্থকেরা সারাদিন অবস্থান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে।

তবে কিছু অভিযোগও ওঠে এসেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে—কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি উঠে মুছে গেছে বলে অভিযোগ করেছেন তারা। এছাড়া ভোটগ্রহণে কিছু অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তারা। তবে এসব অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন