ঢাকা      শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শিরোনাম

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ওয়েস্ট ইন্ডিজ

IMG
31 October 2025, 9:51 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ১৫১ রানের জবাবে ১৬.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ৩-০ তে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।

নিয়মিত অধিনায়ক শাই হোপসহ তিন পরিবর্তন নিয়ে খেলতে নামে ক্যারিবীয়রা। তারপরও জয় পেতে কষ্ট হয়নি তাদের। বেশ অনায়াসেই শেষ ম্যাচটি জিতলো তারা। আর টানা চার সিরিজ জয়ের পর হারলো বাংলাদেশ। ঘরের মাঠে তারা হোয়াইটওয়াশ হলো প্রায় ৪ বছর পর। এর আগে ২০২১ সালে পাকিস্তানের কাছে সবশেষ ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ছাড়া কেউ কিছু করতে পারেননি। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। এই ইনিংসের পথে ৪২ ইনিংসে তিনি পূর্ণ করেন ১ হাজার রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম হাজার রানের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। ১৬তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান ও শেষ ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম এবং শরিফুল ইসলামকে আউট করেন তিনি।

রান তাড়ায় শুরুটা তেমন ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ৫২ রানে ৩ উইকেট হারায় তারা। পরে ঝড় তোলেন আকিম অগাস্ত ও রস্টোন চেজ। দু'জন মিলে মাত্র ৪৬ বলে গড়েন ৯৩ রানের বিধ্বংসী জুটি। ১ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৫০ রান করেন অগাস্ত। চেজের ব্যাট থেকে আসে ৫ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৫০ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন রিশাদ হোসেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন