মওলা সুজন, নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দেয়া হয়েছে। 
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক):
জাতীয় সংসদের ২৬৮ নং আসন হচ্ছে নোয়াখালী-১। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এর আগে তিনি এই আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন। বর্তমানে ব্যারিস্টার মাহআুব উদ্দিন খোকন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক):
জাতীয় সংসদের ২৬৯ নং আসন হচ্ছে নোয়াখালী-২। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক চীফ হুইপ জয়নাল আবদিন ফারুক। এর আগে তিনি এই আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় চীফ হুইপের দায়িত্ব পালন করেছেন। ফারুক বর্তমানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আছেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ):
জাতীয় সংসদের ২৭০ নং আসন হচ্ছে নোয়াখালী-৩। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু। এর আগে তিনি এ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ ও ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন। বর্তমানে বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর):
জাতীয় সংসদের ২৭১ নং আসন হচ্ছে নোয়াখালী-৪। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান। এর আগে তিনি এ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ, একই বছরের ১২ জুন সপ্তম ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন। বর্তমানে শাহজাহান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট- সদর আংশিক):
জাতীয় সংসদের ২৭২ নং আসন হচ্ছে নোয়াখালী-৫। এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলামকে। এ আসনে বিএনপি থেকে অতীতে সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
নোয়াখালী-৬ (হাতিয়া):
জাতীয় সংসদের ২৭৩ নং আসন হচ্ছে নোয়াখালী-৬। এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) সাবেক এজিএস মাহবুবের রহমান শামীমকে। তিনি বর্তমানে বিএনপির চট্টগৃরাম বিভাগীয় সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com