ঢাকা, বাংলাদেশ গ্লোবাল :  করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ দিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
২০০৭ সালের পর দ্বিতীয় নারী হিসেবে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন রুবাবা। এর আগে বিসিবির প্রথম নারী পরিচালক হয়েছিলেন মনোয়ারা আনিস মিনু।
এনএসসির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসারে, এই পদ থেকে ইসফাক আহসান পদত্যাগ করার পর নিয়োগ দেওয়া হয় রুবাবাকে। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com