ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬

IMG
04 November 2025, 5:25 PM

মওলা সুজন, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটো রিকশা আরোহী ৬ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার কবিরহাট থেকে বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিএনজি অটো রিকশা চালক খোকন (৪৬), সিএনজি অটো রিকশা আরোহী তানিম হাসান (২৬), মো.সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিকভাবে এক নারীসহ অন্য দু'জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি অটো রিকশা রওনা দেয়। যাত্রা পথে অটো রিকশাটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট থেকে বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে অটো রিকশার সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটো রিকশাকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ২ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন