ঢাকা      বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শিরোনাম

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

IMG
05 November 2025, 4:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‌‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, চলতি মাসেই দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দেই। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা ‘শাপলা’ দিতে গড়িমসি করে। এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপিকে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘অবশেষে এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। এই পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের সাড়া পেয়েছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই সনদের জন্য সারাদেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি।’

এনসিপি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ‘‘শাপলা কলি’’ মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো ইনশাআল্লাহ।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন