ঢাকা      বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শিরোনাম

চট্টগ্রামে গণসংযোগে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১

IMG
05 November 2025, 10:28 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় এরফানুল হক শান্ত নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাও গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় সারোয়ার হোসেন বাবলা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বাবলা একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চালিতাতলী এলাকায় গণসংযোগ চলাকালে মোটর সাইকেল আরোহী চার দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় দু'জনকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদ উল্লাহ এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন। অপরজনও আইসিইউতে আছেন। গুলিবিদ্ধ আরেকজন মারা গেছেন। নিহত সারোয়ার সন্ত্রাসী গ্রুপের নেতা বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারা কেন এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টিম ঘটনাস্থলে যায়। কারা কী কারণে এ হামলা ঘটিয়েছে - সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

তবে আন্ডারওয়ার্ল্ডের দু'টি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে একটি সূত্র দাবি করেছে। চট্টগ্রাম মহানগর বিএনপি এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন, হামলার ঘটনাটি জামায়াত-শিবির ঘটিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচালের জন্য এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি এ হামালার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন- যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাদের দ্রুত চিহ্নিত করে যাতে গ্রেফতার করা হয়।

নিহত সারোয়ার হোসেন বাবলার পিতা আবদুল কাদের ঘটনাস্থলে বলেন, এ হামলার ঘটনা ঘটিয়েছে শিবির ক্যাডার সাজ্জাদের লোকজন। সাজ্জাদ এ পর্যন্ত ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

গণসংযোগকালে প্রকাশ্যে একজন প্রার্থী ও তার অনুসারীদের ওপর এমন হামলার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে অন্য প্রার্থীদের মধ্যেও। ঘটনার পর হাসপাতালে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর ভিড় জমে। হতাহতদের স্বজনরাও হাসপাতালে ছুটে যান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন লাভ করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। মনোনয়ন পাওয়ার আগে থেকেই তিনি এলাকায় গণসংযোগ করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর বুধবার বিকালে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ এলাকায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

এরপর মাগরিবের নামাজ আদায় করে বের হয়ে পুনরায় গণসংযোগ শুরু করেন। এ সময় চারটি মোটর সাইকেলে এসে ৮ দুর্বৃত্ত এরশাদ উল্লাহ ও তার আশপাশে থাকা লোকজনকে গুলি করে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। গুলি ছুড়েই দুর্বৃত্তরা মোটর সাইকেল নিয়ে বীরদর্পে পালিয়ে যায়।

গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরশাদ উল্লাহসহ বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক একরামুল হক শান্তও এ সময় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর এরশাদ উল্লাহ ও শান্তকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বাবলা নামে অপরজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেস রোড চকবাজার থানার চন্দনপুরার মুখে প্রাইভেট কারে সারোয়ার বাবলাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লা নামে দু'জন নিহত হলেও সারোয়ার হোসেন বাবলা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে বুধবারের হামলায় সন্ত্রাসীদের টার্গেট মিস হয়নি।

সূত্র জানায়, ২০২৪ সালের ২৭ জুলাই রাতে নগরীর অনন্যা আবাসিক এলাকা থেকে সহযোগী বাবুলসহ সারোয়ারকে গ্রেফতার করেছিল চান্দগাঁও থানা পুলিশ। ২৮ জুলাই পুলিশ তার সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রায় ১৯টি মামলা রয়েছে। এইট মার্ডার মামলায় পলাতক শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী বুড়ির নাতি হিসেবে পরিচিত ছোট সাজ্জাদের সঙ্গে বাবলার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই ছোট সাজ্জাদের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন