ঢাকা      বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
শিরোনাম

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

IMG
06 November 2025, 7:18 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় ‘জুলাই যোদ্ধা’ এবং নিম্ন আয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য ২ হাজার টাকা রাখা হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ফরম জমা দেয়ার পর, ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

এতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রথমত, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। তৃতীয়ত, দলের দুই মুখ্য সংগঠক এবং সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ থাকবে।

ডা. তাসনিম জারা বলেন, আজকের কার্যক্রমের মাধ্যমে এনসিপি আনুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতিতে প্রবেশ করেছে এবং প্রার্থীদের জন্য একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন