মাসফি আকন্দ, জামালপুর: জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করে জেলা বিএনপি।
বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীরা একসাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর অকুতোভয় সৈনিক ও জনতা রাজপথে নেমে এসে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্বভার তুলে দেয়। এরপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে আনন্দ র্যালি বের হয়।
র্যালিতে বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামালপুর-৪ আসনের দলীয় প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের প্রার্থী বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ আসনের দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবু একসাথে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলার সব উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com