রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ ও র্যালি হয়েছে ময়মনসিংহের ফুলপুরে। আজ রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
জনসমাবেশে বক্তব্যে রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ, ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আবুল বাশার আকন্দের নেতৃত্বে উপজেলা শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয় । র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদে গিয়ে শেষ হয়। এসময় ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com