ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
শিরোনাম

নাটোরে বিএনপি নেতাদের সাথে স্নিগ্ধের মতবিনিময়

IMG
10 November 2025, 7:29 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘এখন বাংলাদেশে পরিবর্তনের সময় এসেছে। শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করবো। তারেক রহমানের নেতৃত্বে এদেশ তরুণদের নেতৃত্ব নিয়ে আসবে। আর তরুণদের মাধ্যমে ভবিষৎ বাংলাদেশ গঠন হবে। ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারবো। নাটোর জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেল তিনটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন