স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতেছে আয়ারল্যান্ড। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।
এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। এর আগে বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন তিনি। এবার তার টেস্ট অভিষেক হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই পারফর্ম করছিলেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com