ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণভোট নিয়ে একপেশে সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা না করে একপাক্ষিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারকে এখনই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশে অচল অবস্থার তৈরি হতে পারে। এমনটা হলে এর দায় সরকারকেই নিতে হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ার শঙ্কা রয়েছে। সুপারিশ বাস্তবায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সংস্কার কাজে সবার আগে দেশের শ্রমিকদের গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com