স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সেনেগালের বিপক্ষে এর আগে দু'টি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। একটিতে ড্র করেছিল তারা, আরেকটিতে হেরেছিল। তৃতীয়বারে এসে ব্যর্থতার সেই গেরো খুললো দলটি। আফ্রিকার দেশটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইংলিশ ক্লাব আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধে সাত মিনিটের ব্যবধানে লক্ষ্যভেদ করেন এস্তেভাও ও কাসেমিরো। বিরতির আগে আক্রমণের বন্যা বইয়ে দিলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার ধার বেশ কমে আসে। ফিফা র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা সেলেসাওরা গোলমুখে শট নেয় ১৪টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি। র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ১১ ধাপ পিছিয়ে থাকা সেনেগালের নেওয়া ১১টি শটের কেবল একটি থাকে লক্ষ্যে।
এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে গড়া আক্রমণ ভাগ নিয়ে খেলতে নেমে উড়ন্ত শুরু মেলে ব্রাজিলের। ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে প্রতিপক্ষের গোলমুখে পাঁচবার হানা দেয় তারা। চতুর্থ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল সেলেসাওরা। তবে কুনিয়ার শট পোস্টে লেগে বাইরে যায়। ১৭তম মিনিটে আবারও দুর্ভাগ্য সঙ্গী হয় তার। এই দফায় তার হেড বাধা পায় ক্রসবারে।
চাপ ধরে রেখে ২৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর পাস সেনেগালের একজনের পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় চলে যায় তরুণ উইঙ্গার এস্তেভাওয়ের কাছে। বাম পায়ের কোণাকুণি জোরালো শটে জাল কাঁপান তিনি। জাতীয় দলের জার্সিতে ১০ ম্যাচে এটি তার চতুর্থ গোল।
৩৫তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। রদ্রিগোর নেওয়া ফ্রি-কিকে ডি-বক্সের বাঁ দিকে বল পান অধিনায়ক কাসেমিরো। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে প্রতিপক্ষের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করেন।
বিরতির পর ষষ্ঠ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসে সেনেগালের সামনে। ডি-বক্সে ব্রাজিলের গোলরক্ষক এদারসনের ভুলে বলের দখল নেন ইলিমান এনদিয়ায়ে। তার শট যদিও আটকে যায় গোলপোস্টে।
খেলার গতি কমলেও এই অর্ধে লড়াই চলে সমানতালে। তবে কোনো দলই আর জাল খুঁজে নিতে পারেনি। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেও কিছুটা অস্বস্তি অবশ্য থেকে গেছে ব্রাজিলের। ৬৪তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার গাব্রিয়েলকে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com