ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শততম টেস্টে সেঞ্চুরির বিরল কীর্তি গড়ে ১০৬ রানে আউট মুশফিক

IMG
20 November 2025, 10:13 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই মুহূর্তে সেঞ্চুরির বিরল কীর্তি গড়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তার আগে ১০০তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ১০ ব্যাটার। মুশফিকের সেঞ্চুরিতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে তিনশ’ রান পার করেছে স্বাগতিকরা।

বাংলাদেশ ৫ উইকেটে ৩১৪ রানে ব্যাট করছে। মুশফিক ১০৬ রানে সাজঘরে ফিরেছেন। ২১৪ বলে খেলা ঐতিহাসিক এই ইনিংসে পাঁচটি বাউন্ডারি মেরেছেন বগুড়ার সন্তান।

এর আগে, দ্বিতীয় দিন স্ট্রাইক প্রান্তে শুরু করেন মুশফিক। সেঞ্চুরির জন্য ১ রান দরকার থাকলেও তাড়াহুড়ো ছিল না তার। প্রথম ওভার তাই মেডেন দেন তিনি। দিনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নিযে উদযাপনে মাতেন ২০০৫ সালে ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী মুশফিক। গতকাল মঙ্গলবার প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন