ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আমরা ডেঙ্গুর বিষয়ে বেশি বেশি তথ্য চাই : তাপস

IMG
10 July 2023, 9:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীতে ডেঙ্গুর উপদ্রব প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা এখন সবচেয়ে বেশি তথ্যের দাবিদার। আমরা আশা নিয়ে বসে আছি, আপনারা আমাদের তথ্য দেবেন। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন। আপনারা তথ্য না দিলে আমাদের পক্ষে নিধন করা সম্ভব নয়।

সোমবার (১০ জুলাই) বিকেলে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা, স্মার্ট মামলা ব্যবস্থাপনা ও সম্পত্তি ভাণ্ডার ব্যবস্থাপনা’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, আমি বলেছি... যত তথ্য দেবেন আমরা তত অ্যাকটিভ হতে পারব। শহরের অজস্র জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এর বাইরে বাসার আঙিনা ও নিজের স্থাপনা নিজেকে পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা সর্বাত্মক কার্যক্রম নিয়ে চলেছি। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে আমরা তিন মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ চালু করব। আমরা যে আশঙ্কা করছি, জনসচেতনতা না থাকলে বা দায়বদ্ধতার বিষয়টি ঠিকঠাক না থাকলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। এটি বিশেষজ্ঞরাও বলছে। আমরা মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখছি তাতে আমাদেরও অভিজ্ঞতা তেমনই।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা গত ১০-২০ বছরের তথ্য যাচাই-বাছাই করে দেখেছি, শ্রাবণ ও ভাদ্র মাসে ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। জলবায়ু, আবহাওয়া ও আমাদের ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত, এমনকি আশ্বিন মাস পর্যন্ত এর প্রকোপ দেখা গেছে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন