ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দুদক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল, যে বিষয়ে আলোচনা হলো

IMG
06 August 2023, 8:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের নেতৃত্বে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশন-দুদক কার্যালয়ে এসে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে আসে।

বৈঠক শেষে দুদক সচিব সাংবাদিকদের জানান, রাজ‌নৈ‌তিক কোনো ইস্যু নয়, দুদকের আইন-কানুন সম্পর্কে জান‌তেই মা‌র্কিন প্রতি‌নি‌ধি দল এসেছিল। দুদকের কার্যক্রম কীভাবে চলে এবং আইন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা নিয়েছেন তারা।

মাহবুব হোসেন বলেন, পারস্পরিক তথ্য আদান-প্রদানসহ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। টাকা পাচারের বিষয়ে সহযোগিতা কীভাবে হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

নেফিউ মার্কিন কূটনীতি ও বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন। ৫ জুলাই স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন তিনি।

বৈশ্বিক দমন বিষয়ক দুর্নীতি সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফরে করেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার অন্তর্ভুক্ত রয়েছে। রোববারই তিনি ঢাকায় আসেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন