ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় ও রাশিয়ান গণসশস্ত্র বাহিনী বিভাগে আগমন

IMG
17 December 2023, 7:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ‘মহান বিজয় দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বাংলাদেশে সফররত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় এবং রাশিয়ান WAR VETERANS গণ ১৭ ডিসে¤¦র ১৩০০ ঘটিকায় সশস্ত্র বাহিনী বিভাগে আগমন করে এবং পিএসও মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে সৌজন্য সাক্ষাত শেষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর আমন্ত্রণে বিশেষ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন তারা।

এছাড়াও শনিবার সকালে ভারতীয় এবং রুশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় এবং রুশ বীর যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন এবং সফর শেষে তারা আগামী ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে ফিরে যাবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন