ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক কামরুল এরসাদ

IMG
12 February 2024, 6:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর মোহাম্মদ কামরুল এরসাদ মতিন। বিমানবাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন স্ট্যান্ডারডাইজেশন, রেগুলেশনস অ্যান্ড সেফটি বিভাগের ডিন এয়ার কমডোর মোহাম্মদ কামরুল এরসাদ মতিনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এয়ার কমডোর মোহাম্মদ কামরুল এরসাদ মতিন ১৯৯২ সালে বিমান বাহিনীতে যোগ দেন। তিনি বিভিন্ন ফ্লাইটে নির্দেশনামূলক এবং অপারেশনাল ফ্লাইংয়ের পাশাপাশি দেশে-বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এছাড়া বিমানবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন প্রশিক্ষণ দিয়েছেন। তাছাড়া দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

এরসাদ মতিন চারটি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন