ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : শেখ হাসিনার রায় আন্তর্জাতিক মানদন্ড মেনে হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। এ ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহবান জানান তিনি। এছাড়া বিচারে অন্যায়ভাবে কাউকে যেন সাজা না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহবান জানান তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com