ঢাকা      বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

স্কটল্যান্ডে অনারারি কনসাল নিয়োগ

IMG
19 November 2025, 12:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : ড. ওয়ালী তছর উদ্দিনকে স্কটল্যান্ডের এডিনবরায় বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিটেনে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র হস্তান্তর করেন।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, গতকাল সোমবার এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. ওয়ালী তছর উদ্দিন একজন খ্যাতনামা ব্রিটিশ-বাংলাদেশি ব্যক্তিত্ব এবং সাবেক অনারারি কনসাল। শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম ও সামাজিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

হাইকমিশনারের দিকনির্দেশনায় তিনি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ উন্নয়ন, সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং স্কটল্যান্ডে বসবাসরত বা সফররত বাংলাদেশিদের সহায়তায় কাজ করবেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন