ঢাকা      বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শততম টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক

IMG
19 November 2025, 4:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : প্রথম বাংলাদেশি হিসেবে মিরপুরে শততম টেস্ট খেলছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বুধবার শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে
৯৯ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

ক্যারিয়ারের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষ করতে চেয়েছিলেন তিনি। যদিও দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন মুশফিক। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান।

নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি ছিল ১১ জন ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁতে পারলে দ্বদাশ ক্রিকেটার হিসেবে এমন মাইলফলক ছুঁতে পারেন মুশফিক। অন্যদিকে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে একশ টেস্টের মাইলফলক পূর্ণ করেছেন দেশের নির্ভরযোগ্য এই ব্যাটার।

শততম টেস্ট উপলক্ষ্যে মুশফিকুর রহিমকে আজ সকালে বিশেষ ক্যাপ পরিয়ে দেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে তার হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান। মুশফিকের পরিবারের সদস্যরাবএসময় উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া তার অভিষেক টেস্টের একাদশে থাকা ক্রিকেটারদের কয়েকজনও ছিলেন দিনের শুরুর সংক্ষিপ্ত আয়োজনে।

পরবর্তীতে তাকে বিশেষ ক্রেস্ট উপহার দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি। সব ছাপিয়ে তাই পুরো দলের চেয়ে সকালটা নিজের করেই নেন মুশফিক।

শুধু সকালই নয়, প্রথম সেশনের শেষভাগ থেকে শুরু করে তৃতীয় সেশন শেষ হওয়া পর্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট করে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি। তাকে সঙ্গ দেয়া লিটন দাসও হাফ সেঞ্চুরি পাননি। বাংলাদেশের ৪ ব্যাটারেরই উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন